লিক্যুইড লেন্সের ফোন আনছে হুয়াওয়ে

২৮ নভেম্বর, ২০২০ ১৭:৩৩  
কথিত ‘লিক্যুইড লেন্স’ এর পরীক্ষার প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে হুয়াওয়ে। এই লেন্স ইমেজ স্ট্যাবিলাইজেশন ও ফোকাস টাইমের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনবে। চীনের সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিএসএম এরিনা। খবরে বলা হয়, মানুষের চোখের পলকের সাথে মিল রেখে এই লেন্সে ফোকাস টাইম মাত্র কয়েক মিলিসেকেন্ডে নামিয়ে আনা হবে। লেন্স সরানোর পরিবর্তে এই প্রযুক্তি প্রাথমিকভাবে টেলিফটো ক্যামেরা হিসেবে ব্যবহার করা হবে। মডিউলটি ভোল্টেজের তারতম্যের ভিত্তিতে সঠিকভাবে লাইট ফোকাসের জন্য লিক্যুইড তথা তরলের আকার পরিবর্তন করবে। এর ফলে বাড়তি হিসেবে নড়াচড়ার ক্ষেত্রে চিরাচরিত ফোকাসিং মোটরের পরিবর্তে নতুন প্রযুক্তিটি অধিক কার্যকরী হবে। চাইনিজ টিপস্টারের মতে, টেলিফটো সেটআপে এই লেন্সটি সনির এখনও অঘোষিত আইএমএক্স৭৮২ সেন্সরের সাথে একত্রে ব্যবহার করা হবে। ডিবিটেক/বিএমটি